Monty Python and the Holy Grail (1975)
– মর্ডান কমেডির সৃস্টি সম্ভাবত Monty Python থেকেই। আমার দেখা অন্যতম বেস্ট কমেডি। ক্লাসিক তবে কারো যদি ডেডপুল, রিক এন্ড মর্টি, সাউথ পার্ক ভালো লেগে থাকে তাহলে বলব এরা সব এদের থেকেই অনুপ্রানিত।
রেটিং ৮
Monty Python's Life of Brian (1979)
– আরেকটি ফিল্ম। ঐতিহাসিক একটি মিম টেম্পলেট এই ফিল্ম থেকে নেয়া, ক্লাসিক ধর্মগুরুর ব্যাপারটা অত্যন্ত হিউমার এর সাথে দেখানো হইসে।
রেটিং ৭
Seven Years in Tibet (1997)
দালাই লামা এবং এক অস্ট্রিয়ান অভিযাত্রীর সত্য ঘটনা নিয়ে এই সিনেমা। তীব্বত প্রতি ইন্টারেস্ট থাকলে এই মুভি দেখা উচিত। মুভি দেখার পর মনে হইসে জীবনে আমি একদিন অবশ্যই তীব্বতে যাবো। আর চীন কে গালিগালাজ করবো।
রেটিং ৭
Memories of Murder (2003)
বং জং হু এর মাস্টার পিস বলা হয় এটাকে, অনেক দিন আগে অর্ধেক দেখে রেখে দিসিলাম। চরম মাত্রার এক থ্রিলার মার্কা কেসের ইনভেস্টিগেশন করে কোরিয়ার কয়েকজন গোয়েন্দা, এই নিয়ে কাহিনি। সিনেমা শেষে একটা অকোয়ার্ড, ক্রিঞ্জি মার্কা ফিল হইসে।
রেটিং ৭.৫
Dwitiyo Purush (2020)
সৃজিত এটাকে বাইশে শ্রাবন এর সিকুয়াল বলে। আমার আশে পাশের ফিল্ম বোদ্ধাদের সাথে অনেক আলোচনা করসি এই ফিল্ম নিয়ে। আমার কাছে খুব একটা বাজে লাগে নাই। সৃজিত ফ্যান হলে অবশ্যই দেখা উচিত। অনির্বান এর এক্টিং বরাবরই ভালো লাগতেসে। এবং বাংলা ফিল্ম ইন্ড্রাস্ট্রির একটি অসাধারন মাইল ফলক ছোয়ায়র জন্য পরিচালক কে ধন্যবাদ তো দেয়াই যায়।
রেটিং ৬.৫
Chotushkone (2014)
হ ভাই জানি আমি লেট লতিফ। বাট দেখসি কিছু একটা বলা ভালো, জোস্ট প্লট টুয়িস্ট। তবে এক্টিং গুলো কেন জানি লেন্দি মনে হয়। সৃজিত এর বেস্ট থ্রিলার সম্ভাবত।
রেটিং ৮
Shabdo (2012)
লেট লতিফ পার্ট ২, এটাও কেন জানি কিছু দেখে আর দেখি দেখা হয় নাই। আমার কেন জানি ওভার রেটেড মনে হইসে একে। তবে প্লট টা খুবই ভালো। আর আমার সিনেমা দেখার টাইমে মনে হইসে ইটস অল এবাউট সোনায় সমস্যা।
রেটিং ৭
The Interview (2014)
জার্নালিজম রিলেটেড কমেডি মুভি তাই দেখা, হ্যা হাসছি কিন্তু বাজে স্টোরি। দুই আমেরিকান সাংবাদিক নর্থ কোরিয়ায় যায় কিম জং উং এর ইন্টারভিউ নিতে। হলিউড এর কিছু হিউমার ছাড়া তেমন মজা পাই নাই।
রেটিং ৬
The Interview (2014)
টড ফিলিপস এর হ্যাং ওভার টাইপ কমেডি মুভি। দুই ভিন্ন চরিত্রের মানুষ এক সাথে এক জার্নি তে এসে পরে এই নিয়ে স্টোরি প্লট, হু ভালোই হাসছি। তবে আরেকটূ ডার্ক কমেডী থাকলে ভালো হইতো
রেটিং ৭
Step Brothers (2008)
এটা সম্ভাবত মোটিভেশনাল কমেডি, দুই লুসার যখন তাদের তাদের বৃদ্ধ প্যারেন্ট এর বিয়ের ফলে স্টেপ ব্রাদার হয়। ভালোই লাগসে তবে মাঝে মধ্যে খানিকটা অকোয়ার্ড লাগসে, হুদাই হয়তো।
রেটিং ৬.৫
Shaun of the Dead (2004)
রেফারেন্স এ ভরপুর এক মুভি, ক্লাসিক জম্বি এটাক নিয়ে কমেডি ফিল্ম। কুল স্টোরি টেলিং তবে স্টোরি অতটা স্ট্রং মনে হয় নাই।
রেটিং ৬.৫
Borat: Cultural Learnings of America for Make Benefit Glorious Nation of Kazakhstan (2006)
লেট লতিফ ৩। আমি ব্যারন কোহেন এর অনেক আগ থিকাই ফ্যান। এই ব্রিটিশ ভদ্র লোক এত সুন্দর ভাবে কীভাবে একজন মিডল ইস্টের মতন এক্টিং করে বুঝি না। অসাধারন মকুমেন্ট্রি তবে ব্যাপক ডার্ক কমেডি।
রেটিং ৮
Funny Games (2007)
ফানি মুভি দেখতে দেখতে প্রদীপ্ত আমাকে এই মুভি সাজেস্ট করসিলো। এই মুভি দেখার শর্ত হলো মুভি দেখার আগে এ রিলেটেড কিছু দেখা যাবে না। ও হ্যা এটা অবশ্যই কোনো ফানি মুভি না। তবে যারা একটু অন্য গল্প পছন্দ করেন মাস্ট ও্যাচ মুভি। কি অসাধারন এক্টিং কি জোস ক্রিপ্ট আহা।
রেটিং ৮.৫
Spirited Away (2001)
আমি নরমালি জাপানি এনিমেশন ফিল্ম দেখি না, তবে কিছু কিছু ফিল্ম না দেখলে হয়তো মুভি লাভারস জীবন বৃথা। এটা সেরকম একটা মুভি। এক্কেবারে পিচ্চিকালে একবার দেখসিলাম ২০ বছর বয়সে আবার দেখলাম। কি সুন্দর আহা।
রেটিং ৮
Masaan (2015)
লেট লতিফ ৪। কি সুন্দর গল্প, কি সুন্দর চরিত্র আহা, মেইনস্ট্রিম বলিউড না এই টাইপের মুভি দেখতে এত্ত ভালো লাগে।
রেটিং ৮



Comments
Post a Comment