আমি লজ্জা শরমের মাথা খেয়ে স্বীকার করেই ফেলি, এটা ছিলো আমার পড়া প্রথম পূর্নাঙ্গ ইংরেজি বই। জুনেব ভাইয়ার সুবাদে বাসায় হ্যারি পটার এর কিছু ইংলিশ ভার্শন বই ছিলো, কিন্তু সেগুলার দুই পৃষ্ঠা যাওয়ার পর আমি আর সাহস করতে পারি নাই। ওয়ান ইন্ডিয়ান গার্ল বইয়ের ভাষাটা ছিলো খানিকটা ইংলিশ ফর টুডে টাইপ। তারপর আবার বলিউডি গল্পের ধাঁচ। ব্যাপক সহজেই পড়া গেসে। তাই আমি , আমাদের মতন খেটে খাওয়া সর্বহারা বাংলা মিডিয়াম এর শিক্ষার্থীদের বলব, "তোমরা যদি ইংরেজি বই পড়া শুরু করিতে চাও, চেতন ভাগত দিয়ে শুরু করো"।
গল্পটি শুরু হয়, রাধিকা নামের একটি ইন্ডিয়ান মেয়ে কে নিয়ে। সে খুবই সাধারন চেহারার পাঞ্জাবি মেয়ে কিন্তু লার্জার দেন লাইফ টাইপ মেধাবী। কল্পনার সুবিধার্থে বলে দেয়া যায়, সে হইলো, "ইয়ে জাভানি হে দিভানির" দীপিকা পাডুকোন।
সে ডেস্টিনেনশন ওয়েডিং করতে গোয়া আসে। এরেঞ্জ ম্যারেজ, এ সময় সে তার হবু জামাই নিয়ে চিন্তা করে, কয়েকদিন পর তার বাসর রাত হবে, সে সম্পূর্ন এক অপরিচিত ছেলের সামনে নগ্ন অবস্থায় থাকবে। এই ধরনের লাইন পরে আমি খুব মজা পাইতেসিলাম, ভাবতেসিলাম। কি কিউট একটা মেয়ে, তারপর আবার এরকম মিষ্টি করে সেক্সের কথা চিন্তা করে।
কিন্তু ঘটনাক্রমে রাধিকার সেই বিয়ের আসরে, তার দুই প্রাক্তন চলে আসে। শুরু হয় সেই প্রাক্তনের গল্প। চেতন ভাগত আমাকে উড়াইয়া নিলো নিউ ওয়ার্ক সেখান থেকে হং কং সেখান থেকে লন্ডন। সেখানে যেই ঘটনা পড়লাম রাসেল ভাই......।।
বলিউড ফ্যান হওয়ার কারণে এই ধরনের গল্প আমার আরও বেশি ভালো লাগসে।
এই বইটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হইলো, এইটা পুরাপুরি রাধিকার পয়েন্ট অফ ভিউ থেকে লেখা। অর্থাৎ একটা মেয়ের দৃষ্টিকোণ থেকে। চেতন ভাই নাকি এই, একজন নারীর পার্স্পেটিভ বোঝার জন্য অনেক কষ্ট করসেন। পার্লারে গিয়ে বসে থাকতেন টাইপ কাজ। প্যাশনেট রাইটার আর কি।
পুরো বইটা একটা নারীর পার্স্পেটিভ থেকে লেখা হয়েছে বলে, একজন নারী কীভাবে ভাবে, কি চিন্তা করে, তাদের মাথায় কিরকম প্রশ্ন আসে এটা আমি বুঝতে পারসি। এবং এই বইটার সেটাই সবচেয়ে চমৎকার বিষয় আর এটা পড়ার পর আমার ফেমিনিজম স্ট্যান্ডটাও আরো স্ট্রং হইসে বলে আমার মনে হয়।
এখন এত যে নারী মন যে বুঝলাম, প্রিয়তমার সাথে এখন একটু কম ঝগড়া হলেই হয়।
এই বইটি উপহার দেয়ার জন্য আমার জীবনের আরেক গুরত্বপূর্ন নারী সেঁজুতিপু কে ধন্যবাদ। ধন্যবাদ দেয়া আসলে উচিত হয় নাই, একটু আগে আইসা হুদা কামে চড় দিয়ে গেসে।

Comments
Post a Comment