বর্তমান সময়ে একজন সচেতন শিক্ষিত মানুষ হয়েও কেন আপনি নিজেকে একজন ফেমিনিস্ট বলে দাবি করেন না ? তার একটা অন্যতম কারণ হচ্ছে, "ফেমিনিস্ট" বা "নারীবাদ" শব্দ টা চিন্তা করলেই আমাদের অনেকের মাথায় একটা ইমেজ তৈরি হয়। সেটা হলো, *বড় টিপ পড়া ,কালো কাজল দেয়া একটা মেয়ে সিগারেট খাচ্ছে। *মেয়েরা বোরখা কেন পড়ে? এটা নিয়ে সে কারো সাথে কুতর্ক করছে। * মেয়েদের দৈহিক চাহিদা বিষয়ক আলাপ করছে, ( (ইটস হার চয়েজ টাইপ আলাপ) এখানে অনেকেই তসলিমা নাসরিন কে চিন্তা করতে পারে, এবং যেহেতু তিনি এ দেশে বেশ বির্তকিত মানুষ তাই নারীবাদ নিয়ে চিন্তা করার আগেই সবাই তসলিমা নাসরিনের মতন বির্তকিত মানুষ নিয়ে চিন্তা করেন। সমস্যা টা শুরুও হয় এখান থেকে আপনি নারীবাদ নিয়ে চর্চা না করে, তসলিমা নাসরিন কি করছে, কি বলছে সেটা নিয়ে আলোচনা করছেন। এবং এর সাথে সাথেই আপনি মূল নারীবাদের আলোচনা থেকে দূরে সরে যাচ্ছেন। তার ফলেই আসল নারীবাদের বদলে আপনি তসলিমা নাসরিনের মতন এক বির্তকিত ফেমিনিস্ট এর এই ইমেজ কল্পনা করছেন। এখন এই ইমেজ কতটুকু ভালো বা খারাপ সেটা একটা ডিবেটবল বিষয়। তবে এই ইমেজের ফলে এমন হইসে, যে একটা সাধারন ছেলে ফেমি...