কোভিড ১৯ এর লকডাউন চলাকালীন একটি বোরিং সময়ে আমার দেখা কিছু সিনেমা। Monty Python and the Holy Grail ( 1975 ) – মর্ডান কমেডির সৃস্টি সম্ভাবত Monty Python থেকেই। আমার দেখা অন্যতম বেস্ট কমেডি। ক্লাসিক তবে কারো যদি ডেডপুল, রিক এন্ড মর্টি, সাউথ পার্ক ভালো লেগে থাকে তাহলে বলব এরা সব এদের থেকেই অনুপ্রানিত। রেটিং ৮ Monty Python's Life of Brian ( 1979 ) – আরেকটি ফিল্ম। ঐতিহাসিক একটি মিম টেম্পলেট এই ফিল্ম থেকে নেয়া, ক্লাসিক ধর্মগুরুর ব্যাপারটা অত্যন্ত হিউমার এর সাথে দেখানো হইসে। রেটিং ৭ Seven Years in Tibet ( 1997 ) দালাই লামা এবং এক অস্ট্রিয়ান অভিযাত্রীর সত্য ঘটনা নিয়ে এই সিনেমা। তীব্বত প্রতি ইন্টারেস্ট থাকলে এই মুভি দেখা উচিত। মুভি দেখার পর মনে হইসে জীবনে আমি একদিন অবশ্যই তীব্বতে যাবো। আর চীন কে গালিগালাজ করবো। রেটিং ৭ Memories of Murder ( 2003 ) বং জং হু এর মাস্টার পিস বলা হয় এটাকে, অনেক দিন আগে অর্ধেক দেখে রেখে দিসিলাম। চরম মাত্রার এক থ্রিলার মার্কা কেসের ইনভেস্টিগেশন করে কোরিয়ার কয়েকজন গোয়েন্দা, এই নিয়ে কাহিনি। সিনেমা শেষে একটা অকোয়ার্ড, ক্রিঞ্জি মা...